Virat Kohli: বিদেশে অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়ার ১০-এ ১০ করলেন, দেখে নিন মুহূর্তগুলো
বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের কাইল জেমিসানের আউট সুইং বুঝতে না পেরে উইকেট কিপার ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে আউট হয়েছিলেন কোহলি।
জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে তাঁর আউট হওয়ার পুরনো ছবি আবার ফিরে এসেছিল। জিমির আউট সুইংয়ে ব্যাট বাড়াতেই বল চলে উইকেট কিপার জশ বাটলারের হাতে। সে বার কোহলিকে খালি হাতে ফিরতে হয়েছিল।
অলি রবিনসনের আউট সুইং ডিফেন্সিভ মেজাজে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে থাকা জো রুটের হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন কোহলি। ফের একবার খোঁচা দিয়ে ফিরেছিলেন ৪২ রানে।
সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলির শিকার করেছিলেন স্যাম কুরান। এই বাঁহাতির বাইরে যাওয়া বলে খোঁচা দিতেই বল চলে গিয়েছিল বাটলারের হাতে। সেই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২০ রান।
ফের একবার অ্যান্ডারসনকে 'উপহার' দিইয়েছিলেন কোহলি। আবার তাঁর বাইরে থাকা বলে ব্যাট লাগাতেই ক্যাচ নিয়েছিলেন বাটলার। কোহলি ৭ রানে ফিরে যান।
সেই সিরিজে ফের একবার কোহলিকে আউট করেছিলেন অলি রবিনসন। তাঁর আউটসুইং ব্যাকফুটে খেলতে গিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা রুটের হাতে আবার ক্যাচ দিয়েছিলেন কোহলি। সেই ইনিংসে কোহলি ৫৫ রানে আউট হন।
সেই টেস্টেও কোহলির শিকার করেছিলেন রবিনসন। পুরনো ভুল থেকে শিক্ষা না নিয়ে রবিনসনের আউটসুইংয়ে ফের খোঁচা দিয়ে ফিরেছিলেন তিনি। জনি বেয়ারস্টো তাঁর ক্যাচ ধরেন। সেই ইনিংসে কোহলির সংগ্রহ ৫০ রান।
মইন আলীর বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা এভার্টনের হাতে ক্যাচ দিয়ে আউট। কোহলি ফিরেছিলেন ৪৪ রানে।
এনগিডির অনেকটা বাইরে যাওয়া বলে অহেতুক খোঁচা। মুল্ডারের হাতে ক্যাচ কোহলি ৩৫ রানে আউট হয়ে ফিরলেন।
আবার সেই এক ভুল। লাঞ্চের পর মার্কো জেনসনের প্রথম বলেই আউট কোহলি। অফ স্টাম্পের বাইরের যাওয়া বলকে অহেতুক মারতে গিয়ে আবার ১৮ রানে আউট হলেন তিনি। এ বার তাঁর ক্যাচ ধরলেন কুইন্টন ডি কক।