ইতিহাসে বিরাট-অধ্যায়! আইসিসির বছরের সেরা তিনটি পুরস্কারই কোহলির

Tue, 22 Jan 2019-1:42 pm,

বছরের সব সেরা পুরস্কারগুলো নিজের ঝুলিতে পুরে ফেললেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসে লিখলেন নতুন অধ্যায়। 

আইসিসির বিচারে বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

 টেস্ট ও একদিনের ক্রিকেটেও বর্ষসেরা ক্রিকেটার বিরাট।

আইসিসির বর্ষসেরা টেস্ট ও একদিনের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কোহলি। আইসিসির বিচারে। 

আইসিসির ইতিহাসে কোহলিই প্রথম ক্রিকেটার যাঁর হাতে একই বছরে তিনটি সেরার পুরস্কার উঠল। ২০১৮-তে ১৩টি টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ‌ ১৩২২ রান করেছিলেন বিরাট কোহলি। এবং ১৪টি একদিনের ম্যাচে ছ'টি সেঞ্চুরি করেছেন। রান ১২০২। গড় ১৩৩.৫৫। ১০টি টি-২০ খেলে বিরাট করেছেন ২১১ রান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link