২০১৮-র শীর্ষে বিরাট, সর্বোচ্চ রানের হ্যাটট্রিক কোহলির

Sukhendu Sarkar Mon, 31 Dec 2018-2:48 pm,

#  ক্রিকেটের(টেস্ট-ওয়ান ডে-টি টোয়েন্টি)তিন ফরম্যাটে ২০১৮ সালে ২৬৫৩ রান করেছেন বিরাট কোহলি। এই ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান বিরাট কোহলির।

# ২০১৮ সালে ১১টি শতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

# এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়েছেন বিরাট কোহলি।

 

#  ২০১৮ সালে ১৩টি টেস্টে ১৩২২ রান (গড় ৫৫)করেছেন বিরাট কোহলি। টেস্টে ৫টি সেঞ্চুরি করেছেন বিরাট। এই বছরে বিশ্বে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করেছেন কোহলিই।

 

# ২০১৬ সালে ক্যালেন্ডার বর্ষে ক্রিকেটের তিন ফরম্যাটে ২৫৯৫ রান করেছিলেন বিরাট।

# ২০১৭ সালে এক বছরে ২৮১৮ রান করেছিলেন কোহলি।

# ২০১৮ সালে ২৬৫৩ রান করেছেন বিরাট। এক ক্যালেন্ডার বর্ষে পর পর তিন বছর সর্বোচ্চ রানের হ্যাটট্রিক করলেন কোহলি।

# ২০১৮ সালে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের রেকর্ড করছেন বিরাট কোহলি। সচিনকে টপকে ২০৫ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। ১৪ টি একদিনের ম্যাচ খেলে এই বছরে ১২০২ রান করেছেন বিরাট।করেছেন ৬টি সেঞ্চুরি।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link