ভারত-পাকিস্তান ম্যাচ! মাঠের যুদ্ধ ফের উস্কে দিলেন বীরেন্দ্র শেহবাগ

Suman Majumder Sat, 13 Apr 2019-1:50 pm,

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যত এখনও নির্ধারণ হয়নি। বিসিসিআই অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবিতে সোচ্চার। 

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র শেহবাগ। আরও একবার মাঠের যুদ্ধ উস্কে দিয়ে গেলেন তিনি। 

শেহবাগ বললেন, ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যুদ্ধের থেকে কোনও অংশে কম নয়। আর আমরা সেই যুদ্ধে এবারও হারতে চাই না।

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হানার পর পাকিস্তানকে একঘরে করার ব্যাপারে উঠে-পড়ে লেগেছে ভারত। তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতীয় বোর্ড এই নিয়ে আইসিসির দরবারেও আর্জি জানিয়েছে। বলা হয়েছে, যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তাদের যে কোনও মঞ্চ থেকে বহিষ্কার করা উচিত।

যদিও আইসিসি সাফ জানিয়েছে, বিশ্বকাপে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। তবে বিসিসিআই এখনও ম্যাচ না খেলার ব্যাপারে নাছোড়বান্দা। এদিন শেহবাগের এমন মন্তব্য এই প্রসঙ্গে আবার নতুন উস্কানি দিয়ে গেল। বীরু হাবভাবে বুঝিয়ে দিলেন, তিনি ম্যাচ জিতে জবাব দেওয়ার পক্ষে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link