কলকাতায় কিস্তিমাত! চ্যাম্পিয়ন দাবা-সম্রাট আনন্দ
# কলকাতায় টাটা স্টিল চেস চ্যাম্পিয়নশিপের শেষ দিনে নাটক। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)
# র্যাপিড চেসে সে ভাবে সফল হতে পারেননি আনন্দ। হতাশ হয়েছিলেন ভক্তরা। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)
# কলকাতায় টাটা স্টিল চেস চ্যাম্পিয়নশিপের ব্লিটজ বিভাগে মঙ্গলবার ৯টি রাউন্ডের পরে আনন্দ যুগ্ম ভাবে পঞ্চম স্থানে ছিলেন। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)
# বুধবার অসাধারণ পারফর্ম করেন ভিশি। ১৮ নম্বর রাউন্ডে লেভন অ্যারোনিয়ানের সঙ্গে ড্র করেন আনন্দ। অন্যদিকে আমেরিকার হিকারু নাকামুরাও ড্র করায় তাঁকে ধরে ফেলেন আনন্দ। দু জনেরই পয়েন্ট দাঁড়ায় ১২.৫। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)
# ১৮ নম্বর রাউন্ডে অন্য বোর্ডে লড়াই চলছিল প্রজ্ঞানন্দ রমেশবাবু এবং নাকামুরার। মার্কিন দাবাড়ু ব্লিৎজ বিভাগে বিশ্বের তিন নম্বর। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা দাবাড়ু তিনি। প্রজ্ঞানন্দকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যেতেন নাকামুরাই। কিন্তু অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ান চেন্নাইয়ের খুদে প্রতিভা। নাকামুরাকে ড্র করতে বাধ্য করেন প্রজ্ঞানন্দ। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)
# ব্লিটজ বিভাগে ১৮ রাউন্ড শেষে হিকারু নাকামুরা ও বিশ্বনাথন আনন্দের পয়েন্ট ১২.৫। খেলা গড়ায় টাইব্রেকে। টাইব্রেকের প্রথম গেমে জেতার পরে দ্বিতীয় গেম ড্র করে নাকামুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভিশি। (ছবি সৌজন্যে- গেমপ্ল্যান)