পুজোর ছুটিতে ঘুরে আসুন দিঘা, হাওড়া থেকে চালু সুপারফাস্ট এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে পর্যটকদের জন্য সুখবর। আজ থেকে চালু হয়ে গেল দিঘা-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
প্রথম দিনে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে এল ট্রেনটি। শনি-রবিবার আরও বেশি সংখ্যক যাত্রী হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
ট্রেনটি রোজ সকাল এগারোটায় হাওড়া থেকে ছাড়বে।
কলকাতা ফেরার ট্রেনটি দিঘা থেকে ছাড়বে বিকেল সাড়ে তিনটেয়।সম্পূর্ণ স্যানিটাইজ করেই ট্রেনগুলি ছাড়া হবে।
এই ট্রেন আপাতত পুজোর মরশুমে চলবে। খুশি হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা।