কাজে যোগ দিলেন দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার প্রাঞ্জল পাটিল
তীব্র মানসিক শক্তিতে ভর করে পাহাড়প্রমাণ বাধা পার করেছিলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল। সোমবার দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিলেন প্রাঞ্জল।
সোমবার তিনি কেরলের তিরুবনন্তপুরমের উপ-জেলাশাসকের দায়িত্ব গ্রহণ করে তিনি।
২০১৬ সালে ২৬ বছর বয়সে ইউপিএসসি-র পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন প্রাঞ্জল। একটি সফ্যটওয়ারের মাধ্যমে তিনি পড়াশোনা শুরু করে দেন।
সর্বভারতীয় স্তরে ৭৭৩ স্থান অধিকার করেন প্রাঞ্জল পাটিল।
আদতে মহারাষ্ট্রের উল্লাসনগরের বাসিন্দা এবার আইএএস হয়েছেন কেরল ক্যাডেটে।