সামনে নয়, এটা Vivo-র নতুন ফোনের পিছন দিক

Wed, 12 Dec 2018-8:02 pm,

নেক্স সিরিজের আরও একটি ফোন লঞ্চ করল চিনা সংস্থা Vivo। ডুয়াল ডিসপ্লের সঙ্গে এই ফোনে রয়েছে ১০ জিবি RAM ও 128 GB ইন্টারনাল মেমরি। Vivo NEX Dual Display Edition নামে এই ফোনটির চিনের বাজারে দাম ৪,৯৯৮ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা ৫২ হাজার টাকার কাছাকাছি। 

Vivo-র এক আধিকারিক জানিয়েছেন, Nex সিরিজ শুধু গ্রাহকদের দুর্দান্ত একটা ফোনই উপহার দেয়নি, ভবিষ্যতে মোবাইল ফোন কেমন দেখতে হতে পারে তার ঝলকও দেখিয়েছে। ফোনটির বডি টু স্ক্রিন রেশিও ৯১.৬৩ শতাংশ। 

ফোনটিতে রয়েছে ২টি ডিসল্পে। সামনে রয়েছে ৬.৩৯ ইঞ্চি আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ফ্রন্ট স্ক্রিনে কোনও ছিদ্র বা নচ নেই। বরং ফোনটির ওপর থেকে বেরিয়ে আসে ফ্রন্ট ক্যামেরা মডিউল। 

ফোনটির পিছনে রয়েছে ৫.৪৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে একটি 'লুনার রিং'। যা বিভিন্ন রঙের মাধ্যমে নোটিফিকেশন চিনতে সাহায্য করে। 

 

ফোনটির পিছনে রয়েছে ৩টি ক্যামেরা। ফোনটির মূল ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। ক্যামেরাটিতে সোনি IMX363 সেন্সর ব্যবহার করেছে সংস্থা। সঙ্গে রয়েছে ৪ অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার। রাতে ভিডিও করার জন্য রয়েছে বিশেষ ক্যামেরা ও একটি টাইম অফ ফ্লাইট থ্রিডি ক্যামেরা। 

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 845 চিপসেট ব্যবাহার করেছে Vivo. এছাড়া রয়েছে ১০ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link