Vivo X70 Series: বাজারে আসছে ভিভোর নতুন ফোন, চমক রয়েছে অত্যাধুনিক ক্যামেরায়
এই ফোনের অত্যাধুনিক স্পেসিফিকেশন ইতিমধ্যেই নজর কেড়েছে ভারতের ফোনপ্রেমীদের। ক্যামেরার দুধর্ষ ফিচার ভিভোর এই ফোনটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।
জানা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। চিনে এই ফোন লঞ্চ হয়েছে ৯ সেপ্টেম্বর। যদিও Vivo X70 series-এর নতুন ক্যামেরা স্পেকস তাক লাগিয়ে দিচ্ছে টেকমহলকে।
ভারতে Vivo X70 Pro ও Vivo X70 Pro+ মডেল দুটি কেবল আসতে পারে বলে খবর। এই ফোনের গিমবল ক্যামেরাই প্রধান আকর্ষণ হতে চলেছে।
এবারে ক্যামেরা সেন্সরের দিকে বেশি জোর দিয়েছে ভিভো। Vivo X70 তে প্রাইমারি ক্যামেরা ৪০ মেগাপিক্সেলের।১২ মেগার আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। ১২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাও আছে। এছাড়াও রয়েছে ২ এক্স অপটিকাল জুম সুবিধাও।
Vivo X70 Pro এ- চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারিটি ৫০ মেগাপিক্সেলের। রয়েছে একটা ৮ মেগার পেরিক্সোপ লেন্সও। যা এই ধরনের ফোনের জন্য চমকপ্রদ।
Vivo X70 মডেলের দাম হতে পারে ৪২,১০০ টাকা। Vivo X70 Proএর দাম হতে পারে ৪৯,০০০ টাকা। গেমিংয়ের কথা ভেবে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।