রাজীব গান্ধীর হত্যা দুর্ঘটনা না সন্ত্রাসী হামলা? দিগ্বিজয়কে প্রশ্ন প্রাক্তন সেনাপ্রধানের
বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর পুলওয়ামাকে নিছক দুর্ঘটনা আখ্যা দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একের এক টুইটে ভারত সরকারকে প্রশ্ন ছুড়েছেন দিগ্বিজয়। মধ্যপ্রদেশের সভা থেকে পাল্টা নরেন্দ্র মোদী তোপ দেগে বলেছেন,''এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, কিন্তু দুঃখ পেয়েছেন ভারতের কয়েকজন''।
দিগ্বিজয়কে পাল্টা দিয়েছেন প্রাক্তন সেনাপ্রধান তথা বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং। তাঁর কথায়, ''অত্যন্ত সম্মানের সঙ্গে জানতে চাই, রাজীব গান্ধীর হত্যাও কি নিছক দুর্ঘটনা না সন্ত্রাসী হামলা?
এদিন কংগ্রেসের প্রবীণ নেতাকে পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মধ্যপ্রদেশের সভায় তিনি বলেন, পাকিস্তানে এয়ার স্ট্রাইক হয়েছে কিন্তু ব্যাথ্যা লেগেছে ভারতের কয়েকজনের। ২৬/১১ হামলার পর পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছিলেন এই নেতাই।
পরে দিগ্বিজয় সিং বলেন, ''সেনাকে নিয়ে আমরা গর্বিত। কিন্তু পুলওয়ামাকাণ্ডেক পর এয়ার স্ট্রাইক নিয়ে সন্দেহপ্রকাশ করেছে বিদেশি সংবাদমাধ্যম। এটা ভারত সরকারের বিশ্বাসযোগ্যতার উপরেও আঘাত হানছে''।