২৫১ টাকার ডেটা প্যাক আর দ্বিগুণ ডেটা অফার নিয়ে এল Vodafone Idea!
ভারতের সমস্ত সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্য নতুন ডেটা প্যাক নিয়ে এল Vodafone Idea।
২৫১ টাকার নতুন এই ডেটা প্যাকে গ্রাহকরা বেস প্ল্যানের উপর অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাবেন। এই ডেটা প্যাকের ভ্যালিডিটি ৩০ দিন।
এই ২৫১ টাকার নতুন এই ডেটা প্যাক ছাড়াও ৯৮ টাকার প্রিপেড প্ল্যানেও দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone Idea!
৯৮ টাকার এই প্রিপেড ডেটা প্ল্যানে দ্বিগুণ ডেটা ছাড়া কোনও ভয়েস কল বা এসএমএস-এর সুবিধা নেই।
দিল্লি, মুম্বই, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর প্রদেশের গ্রাহকরাই আপাতত এই ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।