Volcanic Eruption: ২০২৫ কি আদৌ ভালো যাবে? এমন ভয়ংকর বিপর্যয় ঘটবে যে, হারিয়ে যাবে আস্ত একটা ঋতুই!

Soumitra Sen Tue, 31 Dec 2024-5:00 pm,

নতুন বছরের শুরুতেই বড় বিপদের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এক সাংঘাতিক অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন তাঁরা। মনে করা হচ্ছে, যা পৃথিবীর জনজীবন ও প্রাণীকুল ও প্রকৃতির উপরে ব্যাপক প্রভাব ফেলতে পারে। জেনেভা ইউনিভার্সিটির জলবায়ু বিষয়ক অধ্যাপক মার্কাস স্টফেল এমনই মত প্রকাশ করেছেন। যা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন।

১৮১৫ সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তামবোরা আগ্নেয়গিরিতে  ভয়ংকর এক অগ্ন্যুৎপাত ঘটেছিল। তার প্রভাব এতই বেশি ছিল যে, তাতে ওলট-পালট হয়েছিল সংশ্লিষ্ট অঞ্চলের জলবায়ু। দাবি, এবারের অগ্ন্যুৎপাত ছাপিয়ে যেতে পারে সেই ভয়াবহতাকেও!

২০০ বছর আগে ইন্দোনেশিয়ায় যে অগ্ন্যুৎপাত ঘটেছিল, তার জেরে নির্গত হয়েছিল ২৪ ঘন মাইল গ্যাস, ধুলোকণা এবং পাথর। দূষণ ভয়ংকর রকম বেড়ে গিয়েছিল। সূর্যের আলো ছুঁতে পারেনি ভূমি। নেমে গিয়েছিল তাপমাত্রা। 

আর এবারে? বিজ্ঞানীরা বলছেন, এবারে অগ্ন্যুৎপাতের ভয়াবহতা এতই বেশি হতে পারে যে, তার জেরে হারিয়ে যেতে পারে গোটা গ্রীষ্মকালটাই!

সম্প্রতি হাওয়াইয়ে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৮০ মিটার বা ২৬০ ফুট পর্যন্ত উচ্চতায় ছড়িয়েছিল লাভা!

ক্রমবর্ধমান উষ্ণতার কারণে হিমবাহের বরফের স্তর গলে যাওয়ায় ম্যাগমা চেম্বারগুলির উপর চাপ কমে যেতে পারে। ফলে ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এর উপর রয়েছে অন্য কারণও। তীব্র বৃষ্টিপাত বা অন্য কিছুর  ফলে যদি কোনও অবাঞ্ছিত পদার্থ ভূগর্ভে ঢুকে পড়ে এবং তা ভূগর্ভস্থ ম্যাগমার সঙ্গে মিশে কোনও বিক্রিয়া করে, তার ফলেও আগ্নেয়গিরি জেগে উঠতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link