Tsunami: জেগে উঠেছে আগ্নেয়গিরি! আছড়ে পড়তে চলেছে ভয়ংকর সুনামি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেগে উঠেছে আগ্নেয়গিরি। আর তাতেই সুনামি আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাপুয়া নিউ গিনিতে জেগে উঠেছে আগ্নেয়গিরি। যার ফলে জাপান উপকূলে সুনামি আছড়ে পড়ার আশঙ্কা।
পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে অবস্থিত মাউন্ট উলাউয়ান। এদিন বিকাল থেকে মাউন্ট উলাউয়ান থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত।
প্রায় ১৫ হাজার মিটার উঁচু কুণ্ডলীকৃত ধোঁয়া দেখা যাচ্ছে। সেইসঙ্গে তরল লাভাস্রোত।
এখন সুনামি আছড়ে পড়লে, সবচেয়ে আগে বিপদে পড়বে ইজু ও ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জ।
যদিও সেই সুনামি কতটা ভয়ংকর হতে পারে, সেই বিষয়ে আগাম কিছু বলা হয়নি।