World`s Highest Polling Booth: ১৫,২৫৬ ফিট উচ্চতায় বিশ্বের উচ্চতম বুথ! তারকা প্রার্থী বিজেপির! কীভাবে ভোট চলছে সেখানে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ আজ। ভোট চলছে বিশ্বের উচ্চতম বুথেও।
হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় অবস্থিত তাশিগ্যাং ভোটগ্রহণ কেন্দ্র। বিশ্বের উচ্চতম বুথ এটাই। মডেল বুথও বটে।
তাশিগ্যাং ও গেতের মোট ৬২ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেন। কাজা থেকে ২৯ জন বুথ স্তরের অফিসারকে এই ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে।
১৫,২৫৬ ফিট উচ্চতায় অবস্থিত তাশিগ্যাং বরফে ঢাকা হিমালয়ে অবস্থিত ছোট্ট একটা গ্রাম।
প্রসঙ্গত ইন্দো-চিন সীমান্তে LAC-এর কাছে অবস্থিত স্পিতি উপত্যকা হিমাচলের মান্ডি লোকসভার অন্তর্গত।
মান্ডি দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রও বটে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে মান্ডি আসনে প্রার্থী করেছে বিজেপি।