Maha Kumbh Stampede: বাতিল VVIP পাস, প্রবেশ নিষেধ সব ধরনের গাড়ির! কুম্ভে মৃত্যুমিছিলের পর যোগীর নিদান....

Thu, 30 Jan 2025-11:08 am,
Maha Kumbh Stampede

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পূণ্যার্থীর। এরপরেই কড়া নিয়মের বেড়াজালে প্রয়াগরাজ। একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। 

Maha Kumbh Stampede

এইসঙ্গে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। গোটা কুম্ভমেলা এলাকাকে নো-ভেহিকল জোন ঘোষণা করা হল। অর্থাত্‍ কোনও গাড়ি ঢুকতে পারবে না। 

Maha Kumbh Stampede

স্পষ্ট করা হয়েছে, বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। রাস্তাগুলি একমুখী করা হয়েছে - ভক্তদের সহজে চলাচলের জন্য একমুখী সড়ক ব্যবস্থা কার্যকর করা হয়েছে। 

যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা - প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সীমান্তে বন্ধ করা হচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা - শহরে চার চাকার প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুও আহত হওয়ার পরে মেলাপ্রাঙ্গনের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় দুর্ঘটনার পরেও বন্ধ থাকেনি ‘শাহি স্নান’। 

তদারকির জন্য পাঁচজন বিশেষ সচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরও ভাল ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য এসপি পর্যায়ের কর্মকর্তাদের মোতায়েন করা হবে। মেলাপ্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখা থাকবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link