ছয় বছরের রত্তি যেন রত্ন! আয় শুনলে ভিরমি খাবেন
মাত্র ছয় বছর বয়স তার। এই বয়সেই এ ভাবে ‘ছয় হাঁকানো’য় তাজ্জব গোটা বিশ্ব। নাম রায়ান। ইউটিউব জগতে তাকে ‘রায়ান টয় রিভিউ’ নামেই চেনে সবাই।
টয় জগতে জনপ্রিয়তার শীর্ষে এই এক রত্তির। সে এতটাই জনপ্রিয় যে মার্কিন সংস্থা ওয়ালমার্টও মোটা অঙ্কের চুক্তি করতে চাইছে রায়ানের সঙ্গে। ওয়ালমার্টে এ বার রায়ান ব্র্যান্ডে মিলবে নানা ধরনের পুতুল।
ইউটিউবে টয় রিভিউ করে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে রায়ান। রায়ানের ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়েছে ২০১৭ সালে ১.১০ কোটি ডলার আয় করেছে রায়ান।
ইউটিউবে রায়ান কী প্রচার করে? বাজারে নতুন প্রযুক্তি এলে যে ভাবে রিভিউ করা হয়, তেমনি নতুন পুতুলের রিভিউ করে থাকে এই ছয় বছরের খুদে। তার এক একটি ভিডিও মুহূর্তে লক্ষাধিক ভিউ হয়।
২০১৮-র জুলাইয়ে ‘হিউজ এগস সারপ্রাইজ টয়েজ চ্যালেঞ্জ’ এই অনুষ্ঠানটি ইউটিউবে ১০০ কোটি বার দেখেন নেটিজেনরা।
ফোর্বস ম্যাগাজিন সূত্রে খবর, ইউটিউবের সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিদের মধ্যে ৮ নম্বরে রয়েছে রায়ান।
কিন্তু কে এই রায়ান? পরিবার থেকে আসল পরিচয় গোপন রাখা হয়েছে তার। রায়ানের মা এক স্কুলের শিক্ষিকা ছিলেন। সেই পদ থেকে ইস্তফা দিয়ে রায়ানকে সহয়তা করেন তিনি।