নেহা কক্করকে চেপে ধরে জোর করে চুম্বন, ক্ষেপে গেলেন বিশাল
সম্প্রতি ইন্ডিয়ান আইডল-এর অডিশন চলাকালীন এক প্রতিযোগী হাজির হয়ে জোর করে চুম্বন করেন বিচারক নেহা কক্করকে, ওই ঘটনার পরই জোর চর্চা শুরু হয়ে যায় সব মহলে
নেহা কক্করকে জোর করে চুম্বনের বিষয়ে এবার মুখ খুললেন ওই রিয়েলিটি শোয়ের অন্য বিচারক বিশাল দাদলানি। তিনি বলেন, ওই ঘটনার মুহূর্ত পরে তিনি পুলিস ডাকতে চেয়েছিলেন কিন্তু নেহা তাঁকে থামিয়ে দেন
বিশাল জানান, ওই প্রতিযোগীকে পুলিসের হাতে তুলে না দিয়ে, তাঁর মানসিক চিকিতসা করানো উচিত বলে মন্তব্য করেন নেহা
শুধু তাই নয়, ওই প্রতিযোগীকে পুলিসের হাতে তুলে দিলে তার ফল ভাল হবে না, তাই নেহার কতা শুনে তাঁকে তিনি ছেড়ে দেন বলে জানান বিশাল
তবে জনপ্রিয় ওই রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হয় নেহা কক্করকে প্রথমে উপহার দিয়ে তারপর জোর করে চুম্বনের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট জুড়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়, অনেকেই ওই ব্যক্তির উপযুক্ত শাস্তি চান বলেও ট্যুইট করতে শুরু করেন