উত্সবে বক্স অফিসে হৃতিক-টাইগারের ধুন্ধুমার অব্যাহত, ২০০ কোটি সময়ের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদন: মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছিল হৃতিক-টাইগারের ওয়ার। বক্স অফিসে ছবির দৌড় এখনও অব্যাহত। আজই সম্ভবত দুশো কোটি টাকা পার করে ফেলতে চলেছে ওয়ার।
৬ দিনে হিন্দি, তেলেগু ও তামিল ভার্সন থেকে ভারতে ওয়ার আয় করেছে ১৮৭.৭৫ কোটি টাকা। হিন্দি থেকে এসেছে ১৮০.৩০ কোটি।
গত বুধবার মুক্তি পেয়েছিল ওয়ার। প্রথম দিন কামিয়েছে ৫১.৬০ কোটি। বৃহস্পতিবার ২৩.১০ কোটি, শুক্রবার ২১.৩০ কোটি, শনিবার ২৭.৩০ কোটি, রবিবার ২০.৬০ কোটি ও সোমবার ২০.৬০ কোটি। অর্থাত্ নবরাত্রির পুরো লাভ ঘরে তুলেছে ওয়ার।
ফিল্ম বিশেষজ্ঞ তরন আদর্শ মনে করছেন, মঙ্গলবার অর্থাত্ দশমীতেই ছবি ২০০ কোটি টাকা পার করে দেবে। আর ছবির যা ট্রেন্ড, তাতে ৩০০ কোটিও অসম্ভব নয়।
চলতি বছরে বক্স অফিসে আয়ের নিরিখে রেকর্ড করেছে কবীর সিং। ছবিটি কামিয়েছে ২৭৭ কোটি টাকা। তারপর রয়েছে উরি সার্জিক্যাল স্ট্রাইক ২৪৫.৩৬ কোটি। ২১৩ টাকা আয় করে ভারত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থস্থানে অক্ষয়ের মিশন মঙ্গল। ছবিটি আয় করেছে ২০১ কোটি টাকা। অনেকেই মনে করছেন, ২০১৯ সালে ৩০০ কোটি ছুঁয়ে ফেলে যাবতীয় রেকর্ড ভেঙে দেবে হৃতিক-টাইগার জুটি।