নির্ভয়াকাণ্ড : ঘটনার দিন দিল্লিতেই ছিলাম না, দিল্লি আদালতে চাঞ্চল্যকর দাবি মুকেশ সিংয়ের
নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্তদের সব আইনি প্রায় বন্ধ। এরপরও আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ফাঁসি রদে আর্জি জানিয়েছে সাজাপ্রাপ্তরা। এর পরেও নতুন মোড় নিল নির্ভয়া মামলা।
এবার ফের আদালতে গেল নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ সিং। এবার একেবারে নতুন অভিযোগ।
দিল্লির আদালতে মুকেশ সিংয়ের দাবি, ঘটনার দিন দিল্লি ছিল না সে। বরং সে ছিল রাজস্থানে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ ডিসেম্বর মুকেশকে রাজস্থান থেকে গ্রেফতার করে দিল্লি আনে পুলিস। আর ধর্ষণের ঘটনা ঘটেছিল তার আগের দিন অর্থাত্ ১৬ ডিসেম্বর।
মুকেশ সিংয়ের আইনজীবী আরও দাবি করেন, তিহাড় জেলে মুকেশের ওপরে অমানুষিক অত্যাচার করা হয়েছে। ওই কথা শুনে সরকারি আইনজীবী বলেন, এসব অদ্ভুত কথা এখন বলা হচ্ছে ফাঁসি পিছিয়ে দেওয়া জন্য। প্রসঙ্গত দিল্লি আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় ফাঁসির দিনক্ষণ ঠিক হয়েছে। তার মধ্যে ফের এই মরিয়া চেষ্টা।