ওয়াসিম আক্রামের এই রেকর্ড এখনও অক্ষত!
২২ বছর পার হয়ে গেল, এখনও অক্ষত ওয়াসিম আক্রামের এই রেকর্ড। দশক দুই পার হয়ে গেলেও ব্যাট হাতে পাক তারকার অপরাজিত ২৫৭ রানের ইনিংসকে টপকানো তো দূর, কেউ ছুঁতেও পারেনি।
১৯৯৬ সালের ২০ অক্টোবর, জিম্বাবোয়ের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে এসে ৩৬৩ বলে ২৫৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়াসিম আক্রাম। তাঁর ওই ইনিংস সাজানো ছিল ২২টি বাউন্ডারি আর ১২টি ওভার বাউন্ডারি।
নিজের ক্রিকেট কেরিয়ারে ওয়াসিম আক্রাম তিনটি শতরান করেছেন, তার মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৭ রানের ইনিংসই সর্বোচ্চ।
টেস্ট ক্রিকেটে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর।
ওয়াসিম আক্রামের আগে আট নম্বরে এসে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন আরও এক পাক তারকা ইমতিয়াজ আহমেদ।
২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে এসে ১৫৪ রানের ইনিংস খেলেছেন কামরান আকমল।