মেয়ের অন্নপ্রাশন, একরত্তিকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী Ankita
মেয়ের অন্নপ্রাশনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। নিজের ফেসবুক হ্যান্ডেলেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন অভিনেত্রী
গাঢ় নীল রঙের শাড়িতে সেজে অঙ্কিতা এক্কেবারে অন্যরকম লুকে হাজির হন মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে
লকডাউনের মধ্যে অঙ্কিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকে শুরু হয় দিন গোনার পালা। করোনাকালে বাড়তি কোনও অনুষ্ঠান নয়, পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই হয় অঙ্কিতার সাধের অনুষ্ঠান
সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর থেকে অঙ্কিতাকে শুভেচ্ছা জানাতে শুরু কেন অনুরাগীরা। তারপর গত অক্টোবর মাসে মা হন অঙ্কিতা
মেয়ের জন্মের পর আপাতত টেলিভিশনের পর্দা থেকে দূরে সরে রয়েছেন 'জড়োয়ার ঝুমকো' খ্যাত অভিনেত্রী। তবে শিগগিরই অঙ্কিতাকে ফের শ্যুটিং ফ্লোরে দেখা যাবে বলেই আশা করছেন অনুরাগীরা