কনকনে শীতে শিমলায় Ankush-Oindrila, ভাইরাল জনপ্রিয় জুটির ছবি

Tue, 29 Dec 2020-10:50 am,

২০২১ সালে টলিউডের যে সমস্ত জুটি বিয়ের পিঁড়িতে বসতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠতে শুরু করেছে। যদিও অঙ্কুশ বা ঐন্দ্রিলা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে তাঁরা বিয়ের তোড়জোড় শুরু করেছেন, তা বেশ স্পষ্ট। সম্প্রতি বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা সেনকে নিয়ে বেড়াতে যান অঙ্কুশ হাজরা। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই সেই ছবি শেয়ার করেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও আভাস মেলেনি। এরপরই হিমাচল প্রদেশে পৌঁছে সেখানকার শহর সোলান থেকে ছবি শেয়ার করেন তাঁরা। হিমাচল প্রদেশে গয়ে কখনও সোলান আবার কখনও শিমলায় গিয়ে ছবি শেয়ার করেন এই জুটি। যা দেখে তাঁদের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে। কখনও অঙ্কুশ-ঐন্দ্রিলা একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন, আবার কখনও তাঁরা নিজেদের মতো করেই নিজস্বী তুলতে শুরু করেন। সবকিছু মিলিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার বেড়াতে যাওয়ার ছবি নিয়ে তাঁদের ভক্তরা জোর কদমে আলোচনা শুরু করে দিয়েছেন। দেখে নিন অঙ্কুশ-ঐন্দ্রিলার বেড়াতে যওয়ার বিশেষ কিছু মুহূর্ত...

বরফের চাদরে ঘেরা শিমলা, তার মাঝেই ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা সেন 

শীতে কাঁপতে কাঁপতে ছবি শেয়ার করেন অঙ্কুশ 

হিমাচল প্রদেশে পৌঁছে প্রথমে সোলান থেকে ছবি শেয়ার করেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। এরপর শিমলায় পৌঁছেও ছবি শেয়ার করতে দেখা যায় তাঁদের 

বরফের মাঝে ছবি শেয়ার করেন অঙ্কুশ হাজরা 

হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে উঠে আসে অঙ্কুশ-ঐন্দ্রিলার একের পর এক ভালবাসার ছবি 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link