WATCH: স্যান্ড শার্কের মতই ভয়ংকর INS Vagir! শত্রুপক্ষের রাতের ঘুম কাড়ছে নয়া সাবমেরিন

Mon, 23 Jan 2023-5:48 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজে নেমে পড়ল INS Vagir। সোমবার, ২৩ জানুয়ারি মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিশন করা হয় পঞ্চম কালভারী ক্লাস সাবমেরিন আইএনএস ভাগীর।

ভাগীর মানে স্যান্ড শার্ক যা 'গোপনতা এবং নির্ভীকতা'র প্রতিনিধিত্ব করে। 

এই দুটি গুণ-ই ভারতীয় নৌবাহিনীর নতুন সদস্য আইএনএস ভাগীর সঙ্গে সমার্থক। ২০২২-এর ২০ ডিসেম্বর ভারতীয় নৌ-বাহিনীতে অন্তর্ভুক্তি হয় INS ভাগীর সাবমেরিনটির।

 

INS Vagir একদিকে যেমন ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে। তেমনই ভারতের সামুদ্রিক স্বার্থকেও আরও ক্ষুরধার করে তুলবে।

আইএনএস ভাগীর সহ সমস্ত কালভারী ক্লাস সাবমেরিনগুলি যৌথভাবে তৈরি করেছে মুম্বইয়ে মাজাগন ডক শিপবিল্ডার্স এবং ফ্রান্সের নেভাল গ্রুপ।

নয়া সাবমেরিন কমিশন হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক সুশীল গায়কওয়াদ টুইটারে লিখেছেন, "নৌবাহিনীতে আরও শক্তি যোগ হল। নৌবাহিনীর স্বনির্ভরতা বৃদ্ধি হল।"

 

INS ভাগীর জলপথে যুদ্ধে সক্ষম। সক্ষম শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসে, গোয়েন্দা তথ্য সংগ্রহে, মাইন খুঁজতে ও নজরদারিতে।

২০২২-এর ২০ ডিসেম্বর ভারতীয় নৌ-বাহিনীতে অন্তর্ভুক্তি হয় INS ভাগীর সাবমেরিনটির।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link