কলেজের জীবন থেকে বাবা হয়ে ওঠা, ইরফানের পুরনো ছবি দেখে আবেগে ভাসলেন নেটিজেনরা
ইরফান খানের বেশ কয়েকটি পুরনো ছবি এবা প্রকাশ্যে এল
প্রায়ত অভিনেতার ছেলে বাবিলই ওই ছবিগুলি প্রকাশ্যে আনেন
যেখানে ইরফান কানের কলেজ জীবনের বিভিন্ন মুহূর্ত থেকে শুরু করে পারিবারিক ছুটি কাটানো, সবকিছু উঠে এসেছে
দিল্লিতে পড়াশোনার সময় ইরফান খানের সঙ্গে সুতপা শিকদারের ছবিও এসেছে উঠে
প্রয়াত অভিনেতার ছবি দেখে যেন আবেগে ভাসলেন নেটিজেনরা