বলিউডের `রবিনহুড` সলমন কীভাবে পালটে দেন সোনাক্ষী, ডেইজিদের জীবন, দেখুন
২০০৫ সালে সলমন খানের সঙ্গে লাকি-তে অভিনয় করেন স্নেহা উলাল। বলা হয় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর স্নেহাকে খুঁজে বের করেন সলমন। এমনকী, স্নেহাকে রাইয়ের নকল বলেও অভিহিত করা হয়
তেরে নাম-এ ভূমিকা চাওলাকে দিয়ে অভিনয় করান সলমন খান, তাঁকেও বি টাউনের সঙ্গে পরিচয় করিয়ে দেন বলিউড ভাইজান
২০১০ সালে ভির দিয়ে বলিউডে পা রাখেন জারিন খান, তাঁকেও অভিয় জগতে নিয়ে আসেন সলমন খান
সলমন খানের হাত ধরেই ২০১০ সালে দাবাং-এ অভিনয় করেন সোনাক্ষী সিনহা, আপাতত তাঁকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীই বলা হয়
২০১৫ সালে সূরজ পাঞ্চলির সঙ্গে বলিউডে পা রাখেন সুনীল শেঠির মেয়ে আথিয়া, তাঁকেও হাত ধরে বলিউডে আনেন সলমন খান
দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর, তাঁকেও হাত ধরে বলিউডে আনছেন সলমন খান
২০১৪ সালে জয় হো-তে এনে বলিউডে ডোইজি শাহকে শক্তপোক্ত জায়গা করে দেন সলমন খান