Moon Moon Sen Birthday: রেট্রো গ্ল্যামারাস লুকে বাংলার ড্রিম গার্ল...
রূপের টানে মাতাল করেছিলেন তিনি বং-দর্শককে।
বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে একটা সময়ে দাপিয়ে কাজ করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট।
তাঁর কন্য়াদের সাহসী লুকের ছবি হামেশাই ভাইরাল হয়। তবে সেনের এমন ছবি সেসময় ঝড় তুলেছিল তাঁর ভক্তদের মনে।
১৯৭৮ সালে ত্রিপুরার রাজপরিবারের ভরত দেব বর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনমুন। পরের বছরেই তাঁর কোলে আসে রাইমা। তবে সন্তানের মা হওয়ার পরেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন।
১৯৮৪ সালে হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। বাংলা হিন্দি মিলিয়ে তাঁর গুরুত্বপূর্ণ কাজের মধ্য়ে অন্য়তম-- 'কোরাস', 'বৈদুর্য্য় রহস্য', 'ব্য়বধান', 'রাজবধূ', 'জাল', 'পাথ্থার কে ইনসান', 'এক দিন আচানক' ইত্য়াদি।
পরের দিকে মুনমুন রাজনীতিতেও যোগ দেন। তূণমুল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে বাঁকুড়া থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন ও জিতেও যান। ২০১৯ সালে আসানসোলে দাঁড়ালেও হেরে যান তিনি।