বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গার জল , লাল সতর্কতা জারি প্রশাসনের

Mon, 24 Aug 2020-5:39 pm,

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ এবং বিহারে ভারী বৃষ্টির ফলে গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে।  যার ফলে  প্লাবিত মালদার মনিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘন্টায় গঙ্গার জল ১০ সেন্টিমিটার বেড়ে গিয়েছে।

 

গঙ্গার বিদপসীমার মাপকাঠি ২৮.৬৯ মিটার। বর্তমানে গঙ্গার জলের উচ্চতা ২৪.৮০ মিটার। গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে মালদা জেলায়  গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করেছে জেলা সেচ দফতর।

ইতিমধ্যেই নদী বাঁধ উপচে পড়ে মালদা জেলার মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। সোমবার সকাল থেকে এলাকার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত  প্রায় ৪৫০টি পরিবার জলবন্দি হয়ে পড়েছে।

মানিকচক ব্লকের সাথে  রামনগর,ডোমহাট,রবিদাস পাড়া ,জোতপাট্টার গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই এলাকার একমাত্র ভরসা এখন নৌকা। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান , "পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জলবন্দী এলাকায় প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।" যদিও জলবন্দী মানুষের দাবি,এখনও প্রশাসন কোন রকম ব্যবস্থা করে নি। তাঁরা অসহায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link