শতাব্দীর শেষে জলের তলায় চলে যাবে মুম্বই!

Sat, 22 Dec 2018-4:05 pm,

উষ্ণায়নের ফলে দিন দিন বাড়ছে সমুদ্রে জলস্তর। ফলে উপকূলবর্তী এলাকাগুলি এখন সরু সুতোর ওপরে দাঁড়িয়ে। কিন্তু কতটা ক্ষতি হতে পারে ভারতের।

শুক্রবার কেন্দ্র জানিয়েছে, এই শতাব্দির শেষে ভারতের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলস্তর বাড়তে পারে ২.৮ ফুট পর্যন্ত। ফলে ভারতের পশ্চিমতটে মুম্বইয়ের বিপদ আসন্ন। পাশাপাশি দেশের পূর্ব উপকূলের ব-দ্বীপগুলিও জলমগ্ন হতে পারে।

হায়দরাবাদে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর ওসেন ইনফরমেশন সার্ভিস-এর সমীক্ষা রিপোর্টের ওপরে ভিত্তি করে কেন্দ্র লোকসভায় জানিয়েছে, মুম্বই, কাম্বাত, কচ্ছ, কোঙ্কন উপকূল ও দক্ষিণ কেরলের একটি বড় অংশের প্রবল ক্ষতি হতে পারে।

সমুদ্রের জলস্তর বাড়ার ফলে বহু মানুষ ঘরছাড়া হবে বলেন বলা হচ্ছে ওই সমীক্ষায়। ২০৫০ সালের মধ্য দক্ষিণ ভারতে প্রবল জলকষ্ট দেখা দেবে। নষ্ট হবে চাষের জমি।

জলস্তর বাড়ার ফলে প্রব ক্ষতিগ্রস্থ হবে গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদীর অববাহিকায় থাকা মানুষজন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link