Kerala Wayanad Landslide Updates: ভূমিধসে মৃত্যু প্রায় ১৬০, আহত ২০০! আর্তের কান্নাও যেন চাপা পড়ছে ওয়ানাডের কাদাস্রোতে...
কেরালার ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা গতকাল সন্ধে নাগাদ বেড়ে দাঁড়িয়েছিল ৮৯-য়ে। তখনও পর্যন্ত আহত কমপক্ষে ১১৬।
আজ, বৃহস্পতিবারই সংখ্যাটা ভয়ংকর রকম ঊর্ধমুখী। এখনই ১৫৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বাড়তে পারে তা। বাড়ছে আহতের সংখ্যাও। এখনই তা ২০০!
ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে আজ যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী ওয়ানাডের সাংসদ।
জানা গিয়েছে নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে ওয়ানাডের মেপ্পাডির পার্বত্য এলাকায়। ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা।
তবে দুর্যোগের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোথাও এতটুকু শৈথিল্য ঘটেনি।
মেপ্পাডি থেকে অনেকটা নীচে, চালিয়ার নদীর প্রায় কয়েক কিলোমিটার ডাউনস্ট্রিম থেকে ৫০টি দেহ উদ্ধার করা গিয়েছে। নিলাম্বুরে সরকারি হাসপাতালে দেহ রাখা হয়েছে।