Wayanad Landslide Updates: ওয়ানাডে মৃত্যু এখনই প্রায় ৩০০! বিধ্বস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন রাহুল গান্ধী...

Soumitra Sen Thu, 01 Aug 2024-6:38 pm,

কেরালার ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার শেষ পাওয়া খবরে ছিল ১০০-র মতো। তখনও পর্যন্ত আহত কমপক্ষে ১১৬।

আজ, শুক্রবারই সংখ্যাটা ভয়ংকর রকম ঊর্ধমুখী। এখনই তা প্রায় ৩০০-- ২৮৮! আরও বাড়তে পারে তা। বাড়ছে আহতের সংখ্যাও। যা এখন ২০০-র মতো! 

তবে দুর্যোগের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোথাও এতটুকু শৈথিল্য ঘটেনি। তাঁদের সম্মিলিত চেষ্টায় মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে।

আজ ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁরা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন। রাহুল গান্ধী সেখানে দুর্গতদের সমবেদনাও জানিয়েছেন মর্মস্পর্শী ভাষায়। 

জানা গিয়েছে নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে ওয়ানাডের মেপ্পাডির পার্বত্য এলাকায়। ভূমিধসে বিধ্বস্ত হয় মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। 

তবে সবচেয়ে দুঃখের যে, প্রায় আড়াইশো মানুষ এখনও নিখোঁজ। কোনও ভাবেই তাঁদের খোঁজ মিলছে না! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link