WB Assembly Election 2021: ভাটপাড়ায় প্রার্থী ঘোষণার আগেই BJPর প্রচারে অর্জুন পুত্র
ভাটপাড়ায় এখনও প্রার্থী ঘোষণা হয়নি। তার আগেই বিজেপির হয়ে ভোট প্রচারে নেমে পড়লেন অর্জুন পুত্র পবন সিং
এমন টান টান পরিস্থিতিতে সময় নষ্ট করতে চান না। তাই এই সিদ্ধান্ত।
আজ থেকেই প্রচার শুরু করেদিলেন বিদায়ী ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন কুমার সিং।
পবন সিং জানান, প্রার্থী যেই হোক দলের হয়ে আজ থেকে তার প্রচার শুরু।
মূলত কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়ন প্রকল্প কে সামনে রেখে তার ভোট লড়াই বলে জানান অর্জুন পবন সিং। আজ ভাটপাড়ায় ১৬ নং ওয়ারডে হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন পবন সিং।