১২কোটিরও বেশি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি Ratna-র, Paayel-র দেড় কোটির ফ্ল্যাট

Thu, 01 Apr 2021-8:04 pm,

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এবার নির্বাচনে বেহালা পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন রত্না। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। নিয়ম মেনে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেছেন রত্না ও পায়েল।

হলফনামায় রত্না জানিয়েছেন, গত ৫ বছরে তাঁর বার্ষিক আয় কখনও ৪১ লক্ষ, কখনও ৭৩ লক্ষ, ৭২ লক্ষ, ৮০ লক্ষ আবার কখনও ৭৭ লক্ষ টাকা। পায়েল হলফনামায় জানিয়েছেন, ২০১৯-২০-তে তাঁর বার্ষিক আয় ১৪ লক্ষ, ৩৮ হাজার ৩৪৭ টাকা। ২০১৮-১৯-এ তাঁর বার্ষিক আয় ছিল ১৮ লক্ষ, ১০ হাজার, ৬৫৮ টাকা।

হলফনামায় পায়েল জানিয়েছেন, ICICI- ব্যাঙ্কে তাঁর দুটি অ্যাকাউন্ট রয়েছে। তাঁর একটিতে ৫০ হাজার টাকা ও অন্যটিতে ৩,৩৭৫ টাকা রয়েছে। HDFC ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে রয়েছে ১১ হাজার টাকা। রত্না চট্টোপাধ্যায় দেখিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ রয়েছে ৪ লাখ ৫৮ হাজার ২৩২ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাঙ্কে একাধিক স্থায়ী আমানত, রেকারিং, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, পিপিএফ এবং ভাড়া ইত্যাদি মিলিয়ে তাঁর সঞ্চয় ২ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা।

পায়েলের কাছে রয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা (৫৬গ্রাম) র সোনার গয়না। রত্না চট্টোপাধ্যায় দেখিয়েছেন, তাঁর কাছে ৩৬৮ গ্রাম সোনা রয়েছে। যার বাজার মূল্য ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। 

বাইপাসের ধারে আরবানা কমপ্লেক্সে রয়েছেন পায়েল সরকারের ১৬ হাজার স্কোয়ারফিটের ফ্ল্যাট। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ। রত্না চট্টোপাধ্যায়ের এই মূহুর্তে স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তিনি মোট ১২ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৯৫ টাকার মালকিন।

পায়েলের কাছে রয়েছে ১৬ লক্ষ টাকা মূল্যে অডি গাড়ি। টয়োটা ফরচুনার এবং হন্ডা সিআরভি— এই দু'টি গাড়ি রয়েছে রত্নার। দু’টি গাড়ি মিলিয়ে মোট মূল্য ৪৮ লাখ ২১ হাজার ১২৬ টাকা। যার জন্য রত্নার ৪১ লাখ ৫৯ হাজার ৩২৪ টাকার ঋণও রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে ৫ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১০ টাকার দেনা রয়েছে রত্না চট্টোপাধ্যায়ের। এর বাইরে ৬৭ লাখ ৫৪ হাজার ৫২০ টাকার আয়কর বাকি পড়ে রয়েছে তাঁর। তবে বিজেপি প্রার্থী পায়েল সরকারে ক্ষেত্রে এমন কিছু জানা যায়নি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link