WB Assembly Election 2021: ছুরির মুন্সিয়ানা, ভোটের হাওয়া মেহের আলির তরমুজেও
ক্রেতা টানাতে অভিনব উদ্যোগ। ফল বিক্রেতার ছুরির মুন্সিয়ানায় ফুটে উঠল ভোটবঙ্গের ছবি।
পঞ্চম দফায় মানুষের নজর কাড়তে মিটিং-মিছিলে মেতেছে সব দল। নেতা-কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিজের দলের বার্তা, প্রতিশ্রুতি। ঠিক সেই সময় কাটোয়ার ফল বিক্রেতা মেহের আলি তার ফলের উপর ছুরি দিয়ে কেটে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলের প্রতীক।
মেহের আলি কাটোয়ার কেশিয়া মাঠ পাড়ার বাসিন্দা। স্ত্রী ছেলে ,মেয়ে নিয়ে অভাবের সংসার। কুড়ি বছর ধরে কাটোয়া বাজারে ঠেলা করে ফল বিক্রি করছেন। বিভিন্ন মরসুমে মরসুমের ফল বিক্রি করেন মেহের। কাটোয়ার সমস্ত ফল বিক্রেতারা চেয়ে একটু বেশিই ফল বিক্রি হয় তার। মেহের আলির ফলের চাহিদা তার ফল আর ফলের উপরে ফুটে ওঠা শিল্প কর্মের জন্য।
এই মরসুমে সব ফলের চেয়ে তরমুজ বেশি বিক্রি করছেন মেহের। দুটো বেশি পয়সার আশায় অন্যান্য বছর উপর চাকু দিয়ে কেটে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ফুল-পাখির ছবি এঁকে ক্রেতাদের কাছে তরমুজ বিক্রি করেন। এবার আলোচিত বিষয় ভোট। সেই ভোটকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীর ছবি সহ রাজনৈতিক দলের প্রতীক এঁকে তরমুজ বিক্রি করছেন মেহের।
তরমুজের উপর ফুঁটে ওঠা শিল্পের জন্যেই খদ্দের আসে মেহের আলীর কাছে। মেহের জানান, খদ্দেররা এসে আগে ফলের উপর কি এঁকেছে জানতে চান। আঁকা দেখতে দেখতে ফল কিনে নিয়ে যান।
মেহের আলি জানান, ফলের উপর ছবি আঁকতে গিয়ে তার প্রথম প্রথম অনেক ফল নষ্ট হয়েছে। এখন অভ্যাস হয়েছে। ফলের উপর ফুটে উঠা শিল্পের জন্যই তার ফল বিক্রি বেশি হয়। ক্রেতারা অনেকে জানালেন ফলের উপর মেহের আলির আঁকা ছবি দেখতে ভালো লাগে। সেইসঙ্গে তার ফলের কোয়ালিটিও ভালো। তাই তাঁরা মেহেরের কাছেই ফল কেনেন।