WB assembly election 2021 : প্রচারে বেরিয়ে বিপত্তি, চোট পেলেন Mimi

Fri, 26 Mar 2021-6:11 pm,

নিজস্ব প্রতিবেদন : প্রচারে বেরিয়ে গুরুতর চোট পেলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। প্রচারের মেশিন (সাউন্ড বক্স) পড়ে গিয়ে পায়ে চোট লাগে তাঁর।

শুক্রবার হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেন মিমি। প্রথমে পুরশুড়ার চিলাডিঙি এলাকায় হেলিকপ্টারে করে নামেন।

তারপর সেখান থেকে নিজের ভিআইপি গাড়িতে ওঠেন। এরপর সেখান থেকে প্রচারের গাড়িতে ওঠেন তিনি। 

অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদকে একপলক চোখের দেখা দেখতে তখন জনজোয়ার। তারমধ্যেই বেশ কিছুক্ষণ প্রচার করেন তিনি।

এরপরই বাধে বিপত্তি। গাড়ির মধ্যেই প্রচারের মেশিন (সাউন্ড বক্স) পড়ে যায় মিমির পায়ে। 

এর জেরে পায়ে জোরে আঘাত পান তিনি। এই ঘটনায় হুলুস্থুল শুরু হয়ে যায়। 

তড়িঘড়ি পায়ে বরফ দেন সঙ্গে থাকা দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষীরা। খানিকক্ষণের জন্য থেমে যায় প্রচার কর্মসূচি। 

ব্যথা কিছুটা কমার পর প্রচারের গাড়ি থেকে নেমে ফের নিজের ভিআইপি গাড়িতে গিয়ে ওঠেন মিমি। 

ভিআইপি গাড়ি করেই ফের প্রচার শুরু করেন। এদিন মিমির রোড শো ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। রোড শো উপলক্ষে ছিল আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থাও।  

প্রচুর পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন ছিল এদিন। পুরশুড়ার চিলাডিঙি থেকে খানাকুলের বালিপুর পর্যন্ত প্রায় ৬ কিমি এলাকা প্রচার করেন মিমি। প্রচার সেরে ফের কপ্টার করে কলকাতার উদ্দেশে রওনা হয়ে যান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link