WB Assembly Election 2021: `মানুষের সেবা করতেই রাজনীতিতে`, বরানগরে আজ পার্নোকে ঘিরে উপচে পড়ল ভিড়

Sun, 21 Mar 2021-8:30 pm,

নিজস্ব প্রতিবেদন : বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্র। আজ তাঁকে দেখতে বরানগরের জ্য়োতিনগরে উপচে পড়ল ভিড়। এদিন জ্যোতিনগরে বিজেপির কার্যালয়ে এসে সকল কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন ও পরিচয় পর্ব সারেন বরানগরের প্রার্থী পার্নো মিত্র। 

আজ কোনও মিটিং বা মিছিল নয় । শুধুমাত্র দলীয় কর্মীদের সাথে কথা বলতেই এসেছিলেন পার্নো। তবে তাতেই তাঁকে নিয়ে এদিন দলীয় কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। পার্নো মিত্রকে এদিন উলুধ্বনিতে বরণ করে নেন দলীয় কর্মীরা।

আলাপ পরিচয় পর্ব শেষে পার্নো মিত্র বললেন, "দশ বছর বিনোদন জগতে কাজ করেছি। এখন আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। মানুষকে সেবার মধ্যে থাকতে চাই। তাঁদের দুঃখ, কষ্ট সবকিছুতে সামিল হতে চাই। তাই রাজনীতিতে আসা।" 

একইসঙ্গে দলে কোথাও কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা প্রার্থী বিক্ষোভ নেই বলেও দাবি করলেন পার্নো মিত্র। প্রসঙ্গত, তাঁর উল্টোদিকে তৃণমূলের ১০ বছরের বিধায়ক তাপস রায়। তবে 'মানুষের ভালোবাসায়' জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পার্নো। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, আলাদা করে তৃণমূল বা কংগ্রেস নয়, ভোটে তাঁর প্রতিপক্ষ সবাই। তাঁর কথায়, "সবাই আমার প্রতিপক্ষ। বরানগরবাসীকে শুধু এটুকুই বলতে চাই যে, আমার পাশে থাকুন। সাথে থাকুন।" 

প্রসঙ্গত, ২০১৯ সালে টলিউডের একঝাঁক শিল্পীর সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো মিত্র।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link