মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ, গ্রেফতার SSC চাকরি প্রার্থীরা
ভোটের মুখে ক্রমেই সুর চড়াচ্ছের চাকরিপ্রার্থীরা। এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ। নিয়োগের দাবিতে এসএসসি চাকরি প্রার্থীদের অবস্থান। রাস্তায় শুয়ে প্রতিবাদ। বিক্ষোভ সামাল দিতে বেশ কয়েকজনকে গ্রেফতার পুলিসের। শনিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা।
এ দিন বেলা আড়াইটে নাগাদ মোট ২১১ জন চাকরিপ্রার্থী হঠাৎ চলে আসেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট রোডের সংযোগস্থলে। এরপর নিজেদের দাবি জানাতে শুয়ে পড়েন রাস্তায়। এর মধ্যে ছিলেন ৬৪ জন মহিলা চাকরিপ্রার্থী ।
তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের গেজেটে ২০১৬ সাল থেকে প্যানেলভুক্ত হয়ে থাকলেও তাদের চাকরি দিতে টালবাহানা করছে রাজ্যের শিক্ষা দফতর। সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে গত ৩০ জানুয়ারি থেকে তারা অনশন করছেন।
ইতিমধ্যেই ১২ জন অসুস্থ। কেউ ফিরেও তাকায়নি। তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা কালীঘাটে এসেছেন বলে দাবি করেন তাঁরা। হঠাৎ করে এই আন্দলনে মিনিট ২০-র জন্য আটকে যায় হাজরা-কালীঘাট রাস্তার যান চলাচল।
পরে ডিসি সাউথ পি সুধীর কুমারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সবাইকেই গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়েছে।