West Bengal Election 2021: ভবানীপুর কেন্দ্রে ভোট দিলেন Mamata, বুথ থেকে বেরিয়ে দেখালেন ভিকট্রি সাইন

Mon, 26 Apr 2021-7:15 pm,

নিজস্ব প্রতিবেদন: এক পায়ে প্লাস্টার, হুইলচেয়ারে চেপে ভোটের প্রচারে চষে বেড়িয়েছে গোটা রাজ্যে। সপ্তম দফার এবার নিজে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূলই। দলনেত্রীর শরীরী ভাষায় আত্মবিশ্বাস ছিল স্পষ্ট। ভোট দেওয়ার পর দেখালেন ভিকট্রি সাইন।

 

একুশের ভোটে নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কেন্দ্রের  বিদায়ী বিধায়ক, সেই ভবানীপুরে এবার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা এই কেন্দ্রের ভোটারও।

 

ঘড়িতে তখন ৩টা ৫২। ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

হুইলচেয়ারের কথা মাথায় রেখে ওই বুথে পাটাতনের ব্যবস্থা করা হয়েছিল। সেই পাটাতনের উপর দিয়েই ভিতরে ঢুকে যান মমতা।

 

ভোট দিয়ে বেরিয়ে অবশ্য মুখে কিছু বলেননি। তবে হুইলচেয়ার বসেই হাতে তুলে ভিকট্রি সাইন দেখিয়েই সবটা বুঝিয়ে দেন তৃণমূলনেত্রী।

 

অষ্টম দফায় জেলা ও কলকাতারও বেশ কয়েকটি আসনে ভোট। প্রচারের শেষদিনেও একাধিক কর্মসূচি ছিল মমতার। শেষ নির্বাচনী জনসভা করলেন মির্নাভা থিয়েটারে। সেখানে থেকে সোজা চলে আসেন ভবানীপুরের  মিত্র ইনস্টিটিউশনে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link