Mamata Banerjee: স্কাইওয়াকের পর এবার দক্ষিণেশ্বরে হেলিপ্যাড! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thu, 16 Jun 2022-7:42 pm,

সুতপা সেন: স্কাইওয়াকের পর এবার হেলিপ্যাড! দক্ষিণেশ্বরের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এমনকী, 'গেস্ট হাউস তৈরির জন্য আরও ১০ কোটি টাকা দেবে KMDA', বললেন তিনি।

ব্যবধান বছর চারেকের। স্কাইওয়াকের পর এবার লাইট অ্যান্ড সাউন্ড চালু হল দক্ষিণেশ্বরে। 

 

 

দিল্লি থেকে ফিরে এদিন বিকেলে দক্ষিণেশ্বরে যান মুখ্যমন্ত্রী। কালী মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড ও মন্দিরের মন্দিরের ইতিহাস নিয়ে সচিত্র বইয়ের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'আজ দক্ষিণেশ্বরটা আমি চোখে মেলে, ভালো করে পুরোটা দেখলাম। দেখে মনে হল, এটা internationally beautiful place। জেটি সার্ভিস হয়ে গিয়েছে, রেল সার্ভিসও হয়ে গিয়েছে। একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেব আমরা'।

দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউস তৈরি করছে মন্দির কমিটি। তবে ভবন তৈরির কাজ শেষ হয়নি এখনও।

মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা একটা গেস্ট হাউস তৈরি করছে। বাড়িটা বাড়িটা হয়েছে, কিন্তু বাড়িটা গোছানো হয়নি। ওদের বলেছি, কারও কাছে চাইবে না। KMDA আরও দশ কোটি টাকা দেবে। ওই টাকা দিয়ে গেস্ট হাউসটা কমপ্লিট করবে'।

 নির্ধারিত কর্মসূচির ফাঁকে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link