WB Weather Update: তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আর কতদিন, জানিয়ে দিল আবহাওয়া দফতর
রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই নেই। রাজ্যকে ঠান্ডা করবে তেমন বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে এ সপ্তাহের শেষপর্যন্ত এই দহনজ্বালা থাকবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন বঙ্গবাসীকে তাপের এই দাপট সহ্য করতে হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হবে এমন কোনও সিস্টেম বঙ্গোপসাগরে এই সময়ে নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। আগামী ১০ জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে এই দহনজ্বালা। বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় তাপপ্রবাহ চলবে। বাকী জেলাগুলিতে অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় তাপমাত্রা এক ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বেড়েছিল। -তথ্য-সন্দীপ প্রামাণিক
বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কমবে না। কেরালায় বর্ষা আসার এখনও সময় হয়নি। আমাদের রাজ্যে তো নয়ই। এবার রাজ্য বর্ষা একটু দেরিতে আসবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক
আন্দামানে ভালোই বৃষ্টি হচ্ছে। তবে বাংলায় বৃষ্টি আসতে গেলে সমুদ্রের উপরে যে সিস্টেম লাগে তা নেই। ফলে অপেক্ষা করতেই হচ্ছে বঙ্গবাসীকে। -তথ্য-সন্দীপ প্রামাণিক