চলতি বছরের শেষেই করোনাভাইরাসের প্রতিষেধক আসতে পারে: ডোনাল্ড ট্রাম্প
চলতি বছরের শেষে করোনাভাইরাসের প্রতিষেধক আসতে পারে বাজারে। রবিবার সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে সেই সঙ্গে ট্রাম্প জানিয়ে দেন, এ বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। “চিকিত্সকরা এখনই হয় তো এ বিষয়ে কোনও মন্তব্য করতে বারণ করবেন।” গবেষণার বর্তমান অবস্থান ও শিডিউল দেখেই এমন ধারণা মার্কিন প্রেসিডেন্টের।
প্রসঙ্গত গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে মানবদেহে প্রথম করোনাভাইরাস প্রতিষেধকের ট্রায়াল হয়।
তবে, এখনও প্রতিষেধক অন্তিম পর্যায়ের পরীক্ষায় পৌঁছতে অনেক দেরি, মত বিশেষজ্ঞদের। বহু ক্লিনিকাল ট্রায়ালের পর ওষুধের নিয়ন্ত্রক সংস্থাগুলি থেকে সবুজ সংকেত পেলে তবেই বাজারে আসার অনুমোদন পায় কোনও প্রতিষেধক। এর পর আসে প্রচুর পরিমাণ ডোজ উত্পাদন করার ব্যবস্থা।
সাধারণত এই সব প্রক্রিয়া মেনে কোনও ভ্যাকসিন তৈরি হতে প্রায় ১৮ মাস সময়ে লাগে। তবে, বর্তমান সংকটের পরিস্থিতিতে করোনাভাইরাসের ক্ষেত্রে সেই সময় কমিয়ে আনা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।