নির্ভয়ার দোষীদের ফাঁসি! `পবন জল্লাদ`কে চাই, জানিয়ে দিল তিহাড় জেল কর্তৃপক্ষ
নির্ভয়ার চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর জন্য পবন জল্লাদকেই চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন তিহাড় জেলের আধিকারিকরা। ১লা ফেব্রুয়ারি চার দোষীর ফাঁসি। পবন জল্লাদ তিহাড় জেলে পৌঁছে যাবেন ৩০শে জানুয়ারি।
বিনয়, অক্ষয়, পবন ও মুকেশ। নির্ভয়ার চার দোষীকে ফাঁসি কাঠে ঝোলানো হবে ১লা ফেব্রুয়ারি সকাল ছটায়। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে তিহাড় জেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, চারজনকে ফাঁসি দেওয়ার জন্য ৬০ হাজার টাকা পারিশ্রমিক পেতে পারেন পবন জল্লাদ। আগে জানা গিয়েছিল, চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে এক লাখ টাকা পেতে পারেন তিনি। তবে তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬০ হাজার টাকা পাবেন পবন। সেটাও অবশ্য কম পারিশ্রমিক নয়।
ফাঁসির দুদিন আগে তিহাড়ে পৌঁছে যাবেন পবন। সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখবেন। জেলের ভিতরেই তাঁর থাকার ব্যবস্থা করবে তিহাড় কর্তৃপক্ষ। পবনের থাকা ও খাওয়া-দাওয়ার সমস্ত দায়িত্ব তিহাড় জেল কর্তৃপক্ষের।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি বাসে নির্ভয়াকে ধর্ষণ করেছিল চার জন। একজন ইতিমধ্যে জেলে আত্মহত্যা করেছে। বাকি চারজনকে ফাঁসিতে ঝোলানোর কথা ছিল ২২ জানুয়ারি। পরে ফাঁসির তারিখ বদলে হয় ১লা ফেব্রুয়ারি।