Dreams dead persons in Sleep: প্রয়াত প্রিয়জনদের স্বপ্নে দেখেন আপনি! জানের এর অর্থ কী?

Mon, 09 Jan 2023-12:48 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাছের মানুষ, যাঁরা প্রয়াত। তাঁদের কি নিত্য আনাগোনা ঘুমের মধ্যে আপনার স্বপ্নে? জানেন এর অর্থ কী? কেন হয় এরকম? বিশেষজ্ঞরা দিচ্ছেন তার উত্তর।

বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্ন হচ্ছে আসলে আসলে একটা বিচরণে মত। কাউকে হারানো-ই হোক বা কোনও পরিবর্তন, জীবনের বিভিন্ন মুহূর্তে ভীষণ ব্যক্তিগত বিচরণের জায়গা হচ্ছে স্বপ্ন।

জীবনে যখন কোনও বড় পরিবর্তন ঘটে, যেমন নতুন কোনও কেরিয়ার শুরু করা বা অন্যত্র চলে যাওয়া অথবা নতুন বন্ধু বানানো, তখনই যেন ঘুমের মধ্যে স্বপ্নের আনাগোনা বাড়ে।

আর সেই স্বপ্নে আসেন আমাদের ছেড়ে চলে যাওয়া মানুষরা। আসলে জীবনের ওই মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাঁরা যেন আমাদের বলে যান, ওই পরিবর্তন আমাদের জীবনে কী কী বদল ঘটিয়েছে বা ঘটাতে চলেছে।

 

প্রসঙ্গত, স্বপ্নের ব্যাখ্যা করা মানে স্বপ্নকে ডিকোডিং করা। এটা আমাদের চেতনার প্রসার ঘটায়। বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্ন ৪ রকমের হয়।

 

যে মানুষগুলো আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিচ্ছে, তাঁদেরকে হারানোর কষ্ট- দুঃখের থেকেই আমরা তাঁদের স্বপ্নে দেখি। 

অনেকসময় জীবিতকালে তাঁদের সঙ্গে সদ্ভাব বা শান্তি বজায় রাখতে না পারার অপরাধবোধ থেকেও আমরা তাঁদের স্বপ্নে দেখি।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link