জুন পরতেই গরমে হাঁসফাঁস! কী খবর শোনাল আবহাওয়া দফতর?
জুনের কটা দিন গরমেই কষ্ট পেতে হবে বঙ্গবাসীকে। অন্তত আবহাওয়া দফতর তেমনটাই সংকেত দিচ্ছে।
তবে এই গরমের হাত থেকে মাঝেমধ্যে রেহাই দিতে কালবৈশাখী আর প্রাক বর্ষার বৃষ্টি।
আজ, শনিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, তবে নির্জলাই কাটবে রবি ও সোমবার। আবার মঙ্গল থেকে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি
আবহাওয়া দফতর বলছে, বর্ষা ঠিক সময়ে ঢুকছে।