ফের অকালবর্ষণের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
অয়ন ঘোষাল: বিদায়বেলাতেও রেহাই নেই, শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
শীতের আমেজ থাকলেও মধ্য মাঘে ফের খেয়ালি আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া।
পশ্চিমী ঝঞ্ঝা আর পূবালি হাওয়ায় রাজ্যে আবারও অকাল বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
সোমবার রাত থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস। তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার পর্যন্ত শীতের আমেজ থাকবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনের দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।