ভেস্তে যেতে পারে সরস্বতী পুজোর মজা, হাড়কাঁপানো শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/25/230654-5.jpg?im=FitAndFill=(500,286))
ফের শীতের আমেজ। একধাক্কায় তিন ডিগ্রি কমেছে নেমেছে তাপমাত্রার পারদ।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/25/230653-4.jpg?im=FitAndFill=(500,286))
আগামী ৪৮ ঘণ্টা ফের ঠান্ডার পূর্বাভাস। বইছে হিমেল বাতাস।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/25/230652-3.jpg?im=FitAndFill=(500,286))
আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবারও দিনভর ঠান্ডার আমেজ থাকবে। সপ্তাহের শুরু সোমবার থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তিনদিন ধরে চলবে বৃষ্টি।
সরস্বতী পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদও কিছুটা নামবে।