ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে কালবৈশাখী, খবর শুনেই `স্বস্তি` কলকাতাবাসীর
একদিন আগেই উত্তর ভিজেছে, এ বার কি দক্ষিণের পালা? গরমে হাঁসফাঁস আমজনতার মনে এখন এই প্রশ্নই ঘোরাঘুরি করছে। তবে, বৃষ্টিতে ভিজতে পারেন, এমন আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ, শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কোথাও কোথাও কালো মেঘে ঢেকেছে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।
বিহার থেকে ওড়িশা পযর্ন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবতও।
এই দু'দিনে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও উজ্জ্বল।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় শুরু হয়েছে শিলাবৃষ্টি।
শুক্রবারও ভারী বৃষ্টি হয় উত্তরবঙ্গের বেশকিছু জায়গায়। সঙ্গে শিলাও পড়েছে।
শনিবারও উত্তরবঙ্গে হালকা ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।