গরমে তেতে উঠেছে রাজ্য, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি তাপমাত্রা বেশি
নিজস্ব পপ্রতিবেদন: শীত যেতে না যেতেই গ্রীষ্মের দাপট শুরু। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও ঘামে অস্বস্তিতে শহরবাসী। আদ্রতা রয়েছে প্রায় ৯৫ শতাংশ যার দরুণ প্যাচ প্য়াচে গরম অনুভুতি হচ্ছে সকাল থেকেই।
মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের আকাশ তবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বেলা বাড়লে গরম আরও বাড়তে। সূর্যের তাপমাত্রায় নাজাহাল হবে বঙ্গবাসী। কিন্তু উত্তরবঙ্গে এখনও রয়েছে শীতের আমেজ। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার ঘনঘটা দেখা যাবে বেশ কিছু এলাকায়।
বৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।
এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি বেশিই থাকবে বলে জানানো হয়েছে।