দক্ষিণবঙ্গ থেকে শীতের বিদায়, ক্রমশ বাড়বে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদন: আজ থেকেই বিদায় নিচ্ছে শীত। এরপর ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ সর্বনিম্ন ৩৭ শতাংশ।
বেলায় তাপমাত্রা পৌঁছে যাবে ২৩ থকে ২৬ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছুটা হলেও বজায় থাকবে শীতের আমেজ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোর সময়েও দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তবে আগামী আরও কয়েকদিন তাপমাত্রার ওঠানামা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে কনকনে ঠান্ডা থাকবে উত্তরে। যা থেকে বঞ্চিত হবে দক্ষিণবঙ্গ।