ধরা দিয়ে পালিয়েছে শীত, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২° বেশি
নিজস্ব প্রতিবেদন: গায়ে মাখার আগেই ধরা দিয়ে চলে গেল শীত। শহরাঞ্চলে শীতের প্রতীক্ষা ক্রমশ বাড়ছে। হালকা শীতের আমেজে এলেও জাঁকিয়ে শীত এর সম্ভাবনা আপাতত নেই।
আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
কারণ, বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর আগে বেশ কিছুটা শীতের আমেজ এসেছিল, কিন্তু তাকে রাজ করতে দিল না পশ্চিমী ঝঞ্ঝা ।
শীতের হিমেল পরশে গায়ে লাগতেই আশায় বুক বেঁধেছিলেন বঙ্গবাসীরা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম ভারতে ও মধ্যপ্রদেশে তাপমাত্রা নামলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিহার ও বাংলায় এখনই তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।
আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুতিতে এবং মধ্যপ্রদেশে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বাংলায় আংশিক মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এই সপ্তাহে। তবে শুক্রবারে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু'এক জায়গায়।
বুধবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ২১.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১° ওপরে ছিল, ৩০.৮ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ।
আসাম, মেঘালয়, মনিপুর সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশার খবর জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রভাবে আগামী দু-তিন দিন তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ কর্ণাটক উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।