সক্রিয় নিম্নচাপ, ভারী বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা
শনিবার সকাল থেকেই মুখভার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশের (Weather)। বৃষ্টি হয়ে চলেছে অবিরাম। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতভর বৃষ্টিও হয়েছে শহরে। যার ফলে কার্যত জলমগ্ন শহর।
রাজ্যের সর্বত্র নিম্নচাপের প্রভাব না পড়লেও উপকূল এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগেই জানিয়েছিল আবহওয়া দফতর।
বৃষ্টিতে কলকাতা শহরের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র জল জমে রয়েছে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকা জলের তলায়।
ওড়িশা উপকূল এলাকায় নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাঙ্গেয় উপকূল এবং সমুদ্র তীরবর্তী এলাকায় প্রভাব ভালোই টের পাওয়া যাবে।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া দাপটে আজ সারাদিনই বৃষ্টিতে ভিজবে শহর ও শহরতলি।
বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় রবিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।